বাউফলে দ্রব্যের মূল্য বৃদ্ধির অপরাধে ৫ ব্যবসায়ীর জরিমানা

বাউফলে দ্রব্যের মূল্য বৃদ্ধির অপরাধে ৫ ব্যবসায়ীর জরিমানা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ও বগা বন্দরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে পন্য বিক্রি করার অপরাধে পাচ ব্যবসায়ীকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে  চাউল পিয়াজ, আলু, ডাল ও  তৈল মূল্য বাড়িয়ে অসাধু অপায়ে বিক্রি করে আসছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ১১ টা দিকে অভিযান চালিয়ে উপজেলার  কালাইয়া বন্দরের আবুল কালাম,সাদ্দাম,  মো: সোহেল  ব্যবসায়ীকে  ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন। পরক্ষনে বগা বন্দরে অভিযান চালিয়ে  চাল ব্যবসায়ী সোহেল সরদার  পঞ্চাশ হাজার এবং প্রিয় লাল ২০ হাজার টাকা জরিমানা করে। ৫ ব্যবসায়ীকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ।
 উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রে জাকির হোসেন  ও সহকারি কমিশনার ভূমি আনিছুর রহমান বালি ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন।